
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আরো দুই মামলায় অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তাকে আজ এ জামিন আদেশ দেয়।
শওকত মাহমুদের আইনজীবী আ.জ.ম মোরশেদ আল মামুন লিটন জানান, শওকত মাহমুদকে রাজধানীর রমনা ও খিলগাঁও থানার দায়েরকৃত দুই মামলায় আজ ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে আদালত। এসব মামলায় স্থায়ী জামিন প্রশ্নে আদালত রুলও জারি করেছে। এছাড়াও এর আগে বিভিন্ন থানায় দায়ের করা পৃথক আরো ১৬ মামলায় তাকে জামিন দেয় হাইকোর্ট।
অ্যাডভোকেট লিটন জানান, এ নিয়ে মোট ১৮ মামলায় জামিন পেলেন শওকত মাহমুদ। তার বিরুদ্ধে আনীত সকল মামলায় জামিন পাওয়ায় শওকত মাহমুদের কারা মুক্তিতে আর কোর আইনি বাধা নেই বলে জানান তার আইনজীবী।
রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে গত ১৮ আগস্ট শওকত মাহমুদকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। বিভিন্ন মামলায় জিজ্ঞাসাবাদে তাকে কয়েক দফা রিমান্ডেও নেয়া হয়। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। বাসস

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।