সেবাহট নিউজ ডেস্কঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে নিখোঁজ হওয়া স্কুল ছাত্র মো. পারভেজ মিয়ার ৩ মাসেও সন্ধান মেলেনি। ছেলের খোঁজ না মেলায় হতাশ হয়ে পড়েছেন পারভেজের পরিবার। পারভেজ নিঁেখাজের ঘটনায় বকশীগঞ্জ থানায় জিডি করেন তার মা মোছা. পাংখা বেগম।
জানা গেছে, ৯ বছর পূর্বে পাংখা বেগমের স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পর পাংখা বেগম তার বাবার বাড়ি বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর চকপাড়া গ্রামে চলে আসে। সংসারে উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় বাবার বাড়িতে সন্তানদের রেখে ঢাকায় কাজের সন্ধানে চলে যায় পাংখা বেগম। পাংখা বেগম অন্যের বাড়ি বাড়ি কাজ করে ছেলে পারভেজের পড়াশুনার খরচ চালাত। এ বছরই নিলিক্ষিয়া আর.জে পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল পারভেজের । এর আগেই গত ১২ সেপ্টেম্বর হঠাৎ নিখোঁজ হয় স্কুল ছাত্র পারভেজ মিয়া। এরপর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। দীর্ঘ ৩ মাস পার হলেও সন্ধান মেলেনি স্কুল ছাত্র পারভেজের ।
নিখোঁজ হওয়া স্কুলছাত্র পারভেজের মা পাংখা বেগম জানান, সে নিখোঁজ হওয়ার সময় তার গায়ে সাদা ফুলহাতা শার্ট এবং নেভী রংয়ের ফুল প্যান্ট পরনে ছিল। এছাড়াও তার গায়ের রং-কালো, মুখমন্ডল লম্বা। তার উচ্চতা ৫ ফুট।
অবিলম্বে পারভেজের সন্ধান করতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন নিখোঁজ পারভেজের মা পাংখা বেগম।
তবে যদি কেউ তার সন্ধান পান বা খোঁজ পান তাহলে ০১৯৪৯৯৪৫২২৩, ০১৬২৬২৮৫৩৯৪ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে নিখোঁজ হওয়া স্কুল ছাত্র মো. পারভেজ মিয়ার ৩ মাসেও সন্ধান মেলেনি। ছেলের খোঁজ না মেলায় হতাশ হয়ে পড়েছেন পারভেজের পরিবার। পারভেজ নিঁেখাজের ঘটনায় বকশীগঞ্জ থানায় জিডি করেন তার মা মোছা. পাংখা বেগম।
জানা গেছে, ৯ বছর পূর্বে পাংখা বেগমের স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পর পাংখা বেগম তার বাবার বাড়ি বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর চকপাড়া গ্রামে চলে আসে। সংসারে উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় বাবার বাড়িতে সন্তানদের রেখে ঢাকায় কাজের সন্ধানে চলে যায় পাংখা বেগম। পাংখা বেগম অন্যের বাড়ি বাড়ি কাজ করে ছেলে পারভেজের পড়াশুনার খরচ চালাত। এ বছরই নিলিক্ষিয়া আর.জে পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল পারভেজের । এর আগেই গত ১২ সেপ্টেম্বর হঠাৎ নিখোঁজ হয় স্কুল ছাত্র পারভেজ মিয়া। এরপর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। দীর্ঘ ৩ মাস পার হলেও সন্ধান মেলেনি স্কুল ছাত্র পারভেজের ।
নিখোঁজ হওয়া স্কুলছাত্র পারভেজের মা পাংখা বেগম জানান, সে নিখোঁজ হওয়ার সময় তার গায়ে সাদা ফুলহাতা শার্ট এবং নেভী রংয়ের ফুল প্যান্ট পরনে ছিল। এছাড়াও তার গায়ের রং-কালো, মুখমন্ডল লম্বা। তার উচ্চতা ৫ ফুট।
অবিলম্বে পারভেজের সন্ধান করতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন নিখোঁজ পারভেজের মা পাংখা বেগম।
তবে যদি কেউ তার সন্ধান পান বা খোঁজ পান তাহলে ০১৯৪৯৯৪৫২২৩, ০১৬২৬২৮৫৩৯৪ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
