শ্রীবরদী সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের অনুমোদন

G M Fatiul Hafiz Babu
ফরিদ আহম্মেদ রুবেল: অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উপ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে প্রতিক বরাদ্দের পর শেরপুরের ৬নং শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের অনুমোদন প্রদান করা হয়েছে।

স'ানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স'ানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব শরীফা আহম্মেদ স্বাক্ষরিত এক পত্রে এ অনুমোদন দেওয়া হয়। এতে ১ নং প্যানেল চেয়ারম্যান পদে মো. নজরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। স'ানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৩ (৫) মোতাবেক এ নির্দেশনা প্রদান করা হয়। জানা যায়, অতি সম্প্রতি সদর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুছ ছালাম চিকিৎসারত অবস'ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইনে-কাল করায় চেয়ারম্যানের পদটি শূন্য হয়। দীর্ঘ কয়েকদিন পর নির্বাচন কমিশন কর্তৃক উক্ত ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে আগামী ২১ ডিসেম্বর ভোট গ্রহনের দিন ধার্য করা হয়। প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ প্রতীকে নির্বাচনের মাঠে নামার পর অবশেষে এ সিদ্ধান- গৃহীত হয়।


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top