
ফিফা র্যাংকিংয়ে উন্নতি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার। তবে পিছিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। আর প্রথমবারের মতো শীর্ষে ওঠা বেলজিয়াম সবশেষ র্যাংকিংয়েও জায়গা ধরে রেখেছে।
ব্রাজিল দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। আর্জেন্টিনা এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে আছে। তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন।
দুই ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে থেকে বছর শেষ করতে যাচ্ছে ইওয়াখিম লুভের জার্মানি। পঞ্চম স্থানে আছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি।
সেরা দশে থাকা পর্তুগাল ও কলম্বিয়ারও অবনমন হয়েছে। তিন ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমে গেছে ক্রিস্তিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। কলম্বিয়া এক ধাপ পিছিয়ে অষ্টম স্থানে আছে। ইংল্যান্ড ও অস্ট্রিয়া যথাক্রমে নবম ও দশম স্থানে আছে।
সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশও। দুই ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে আছে মামুনুল-জাহিদরা।