পাঁচজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়কে নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান আহমেদ হোসেন খান ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য হয়েছেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার। এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. নুরুন্নবী তালুকদার ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় হয়েছেন বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সচিব। এছাড়া মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহীন খানকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।