শীতে ত্বককে ময়শ্চারাইজ করুন ঘরোয়া উপায়ে

S M Ashraful Azom

শীতকাল এলেই ত্বক স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ফেলে। আর শুষ্ক ত্বকের সমস্যা এক্ষেত্রে আরো বেশি দেখা দেয়। ফলে শীত মৌসুমে ত্বকের বাড়তি যত্ন দরকার।
ত্বককে ময়শ্চারাইজ করতে অনেক সময় দেখা যায় বাজারে নানা ধরনের ক্রিম, লোশন, ময়শ্চারাইজ করে থাকি। কিন্তু অনেকসময় এটি বেশি কাজে আসে না। তাই বাজারে তৈরি উপাদানে ভরসা না রেখে বাড়িতে থাকা কিছু জিনিসকে ব্যবহার করে ত্বককে স্বাভাবিক উপায়ে ময়শ্চারাইজ করতে পারি। দেখে নেয়া যাক ঘরোয়া উপায়ে কিভাবে শুষ্ক ত্বককে মশ্চারাইজ করা যেতে পারে।
মধু ও ডিমের কুসুম: মধু ও ডিমের কুসুম শুষ্ক ত্বকের জন্য দারুণ উপযোগী। এই মিশ্রণটি ত্বককে নরম ও মসৃণ করে তোলে। একইসঙ্গে ময়শ্চারাইজও করে। এই দুটির মিশ্রণ তৈরি করে মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। পরে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
নারিকেল তেল: সব ধরনের ত্বকে নারিকেল তেল ব্যবহার করা যেতে পারে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
দুধ ও মধু: দুই চা চামচ দুধের মধ্যে দুই চা চামচ মধু মিশিয়ে সেই মিশ্রণ মুখে মেখে রাখুন। কিছুক্ষণ রেখে তা ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা ও দুধ: শুষ্ক ত্বকের সমস্যা মেটাতে অ্যালোভেরার সঙ্গে দুধ মিশিয়ে মাখলে দারুণ ফল পাওয়া যায়। দুইটিকে মিশিয়ে মুখে মেখে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
কলা ও দই: কলা ও দই দুটোই যেকোনও ত্বকের জন্য ভালো। শুষ্ক ত্বকের ক্ষেত্রে দুটিকে আরো বেশি করে ব্যবহার করা উচিত। অর্ধেক পাকা কলা কয়েক চামচ টক দইয়ের সঙ্গে মিশিয়ে মুখে মাখুন। মিনিট ২০ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সূত্র: ওয়ানইন্ডিয়া।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top