২০১৬ থেকে বন্ধ 'এসএইচএ-১', ফেসবুকের সতর্কবার্তা

Unknown
0
সেবা ডেস্ক: ২০১৬ সাল থেকে ব্রাউজারগুলোতে বন্ধ করা হচ্ছে 'এসএইচএ-১' নামের একটি গুরুত্বপূর্ণ অ্যালগরিদমের ব্যবহার। ফেসবুক জানিয়েছে, এটি বন্ধ করা হলে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে ইন্টারনেট ব্যবহার।
 
ওয়েব ব্রাউজিং প্রোগ্রামে এসএইচএ-১ অ্যালগরিদমের ব্যবহার বন্ধ হয়ে যাচ্ছে ২০১৬ সালে, তার পরিবর্তে আসছে এসএইচএ-২ নামের একটি অ্যালগরিদম। তবে পুরনো ওয়েব ব্রাউজারগুলো এটি সাপোর্ট করবে না বলে জানিয়েছে বিবিসি।
 
কিন্তু বিষয়টিকে মোটেও ভালোভাবে নিচ্ছে না ফেসবুক কতৃপক্ষ। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রধান অ্যালেক্স স্ট্যামোস বলেন, 'কয়েক কোটি মানুষকে এনক্রিপটেড ইন্টারনেট ব্যবহারের উপকার থেকে সরানো উচিত হবে বলে মনে করি না আমরা।'
 
এক জরিপে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩ থেকে ৭ শতাংশ ওয়েব ব্রাউজার এত পুরনো যে সেগুলোতে এসএইচএ-২ ব্যবহার করা যাবে না।
 
এসএইচএ-১ বদলের বিষয়ে সতর্কতা জারি করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারও। সেই সঙ্গে নতুন অ্যালগরিদমের সঙ্গে খাপ খাবে না এমন পুরনো ব্রাউজারগুলো যেসব দেশে ব্যবহৃত তার একটি তালিকাও বের করেছে প্রতিষ্ঠানটি।
 
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ম্যাথিউ প্রিন্স বলেন, 'দুর্ভাগ্যবশত, ওই তালিকা বিশ্বের সবচেয়ে গরিব, শোষিত দেশগুলোর তালিকার সঙ্গে মিলে যায়। অন্য কথায়, ৩১ ডিসেম্বরের পর থেকে এনক্রিপশন সবচেয়ে প্রয়োজন এমন অধিকাংশ ব্যবহারকারীর কাছ থেকে এনক্রিপটেড ওয়েব সেবা সরিয়ে ফেলা হবে।'
 
আপডেটেড অ্যালগরিদম ব্যবহার করতে পারবে না এমন ব্রাউজারগুলোর জন্য এসএইচএ-১ ব্যবহার অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছে ফেসবুক আর ক্লাউডফ্লেয়ার। সর্বশেষ সংস্করণে আপডেট হওয়া আধুনিক ব্রাউজারগুলোতে এসএইচএ-২ ব্যবহার করা যাবে। বিডি নিউজ।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top