পর্যটন-অ্যাডভেঞ্চারভিত্তিক প্রথম দেশি অ্যাপস 'রান বাংলাদেশ'

Unknown
0
সেবা ডেস্ক: বাংলাদেশের বান্দরবানে প্রথমবারের মতো আন্তর্জাতিক স্কাই ম্যারাথন হচ্ছে। ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া 'নীলসাগর গ্রুপ আন্তর্জাতিক স্কাই ম্যারাথন' উপলক্ষ্যে তৈরি করা হয়েছে 'রান বাংলাদেশ' নামের একটি অ্যাপস। বান্দরবানে নীলসাগর গ্রুপ আন্তর্জাতিক স্কাই ম্যারাথনে যারা অংশ নিবেন, তারা নিজস্ব অ্যান্ড্রয়েড সেল ফোনে ডাউনলোড করে নিলে এটি সহজেই দৌড়বিদকে গন্তব্যে নিয়ে যাবে।
 
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এভারেস্ট একাডেমি ও এ ফর অ্যাডভেঞ্চারের উদ্যোগে এটি নির্মাণ করেছে গ্রিন কোডারের পরিচালক পারভেজ রশিদ এবং দলনেতা রাশেদুজ্জামান রাসেল। বাংলাদেশের পর্যটন, অ্যাডভেঞ্চার ও ম্যারাথনভিত্তিক এই প্রথম কোনো মোবাইল অ্যাপস নির্মাণ করা হলো।
 
১২ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) কার্যালয়ে 'রান বাংলাদেশ'র উদ্বোধন উপলক্ষ্যে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আকতারুজ্জামান খান কবির বলেন, বাংলাদেশের পর্যটন বহুমাত্রিক। দেশের বন, নদী, সমুদ্র, ঐতিহাসিক স্থাপনাসহ সাধারণ পর্যটন আকর্ষণের যতগুলো জায়গা রয়েছে, তার পাশাপাশি এখন মানুষের খাবার-দাবার, জীবনযাপন, কৃষ্টি-সংস্কৃতি ইত্যাদি এখন পর্যটন খাতের মধ্যে চলে এসেছে। বিদেশি পর্যটকদের আগ্রহের কেন্দ্রই এখন কমিউনিটি ট্যুরিজম। এসব নিয়েই 'রান বাংলাদেশ' মোবাইল অ্যাপসটি নির্মাণ করা হলো। ধীরে ধীরে বাংলাদেশের সব ধরণের পর্যটনের বিষয় এই অ্যাপসে যুক্ত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশের বিশিষ্ট আইসিটি ব্যক্তিত্ব মোস্তফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের ডিজিটাল বাংলাদেশের যে এজেন্ডা, সেই জায়গাটিতে পর্যটনের এমন একটি অ্যাপস সত্যিই পর্যটন খাতকেও ডিজিটাল পর্যটনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই অ্যাপসটি এখন সাধারণ মানুষের জন্যও বাংলায় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সেই সঙ্গে তরুণদের সহযোগিতায় দেশের সবগুলো উন্নয়ন ও সেবাধর্মী খাতে আইসিটি'র সন্নিবিষ্ট ব্যবহারের দিকেও নজর দেয়ার আহ্বান জানান তিনি।
 
বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী ও এভারেস্ট একাডেমি'র প্রতিষ্ঠাতা মুসা ইব্রাহীম বলেন, 'রান বাংলাদেশ' অ্যাপসটি'র প্রথম সংস্করণ আজ উপস্থাপন করা হলো। এই মূহূর্তে শুধুমাত্র বান্দরবানের পর্যটনসহ সেখানে নীলনাগর গ্রুপ আন্তর্জাতিক স্কাই হাফ ম্যারাথনের তথ্য সন্নিবেশ করা হয়েছে। তবে আগামী তিন মাসের মধ্যে পুরো বাংলাদেশের সব ধরনের অ্যাডভেঞ্চার কার্যক্রম এবং পর্যটন আকর্ষণের সবগুলো স্থান এই অ্যাপসে যুক্ত করার অঙ্গীকার তিনি ব্যক্ত করেন। এর আগে 'রান বাংলাদেশ' অ্যাপসটি উপস্থাপন করেন পারভেজ রাশিদ ও রাশেদুজ্জামান রাসেল।
 
বান্দরবানে নীলসাগর গ্রুপ আন্তর্জাতিক স্কাই ম্যারাথনটি শুরু হবে বান্দরবান-রুমা সড়কের ওয়াই জংশনের নিকটবর্তী স্থান থেকে। এরপর ২১.১ কিলোমিটার পথ দৌড়ে অংশগ্রহণকারীরা বান্দরবান স্টেডিয়ামে এসে হাফ ম্যারাথন শেষ করবেন। এই পথে যেসব দর্শনীয় ট্যুরিস্ট স্থানগুলো রয়েছে, তার সবই যুক্ত করা হয়েছে এই 'রান বাংলাদেশ' অ্যাপসটিতে। সেই সঙ্গে বান্দরবান জেলার প্রধান ট্যুরিস্ট স্পটগুলোও এই অ্যাপসটিতে পাওয়া যাবে।
 
এ ছাড়াও সাধারণ রানিং অ্যাপসগুলোর অন্যান্য বৈশিষ্ট্য যেমন- কতোটুকু দূরত্ব পার হলো, গন্তব্য কতো দূরে আছে, রানারের কতোটুকু শক্তি ব্যয় হলো, দৌড়ের গতি কতো, সর্বোচ্চ বা সর্বনিম্ন গতি কতো ইত্যাদি যুক্ত করা হয়েছে এই 'রান বাংলাদেশ' অ্যাপসটিতে।
 
অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য তৈরি 'রান বাংলাদেশ'-এ জিপিএস এবং গুগল ম্যাপের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও অ্যাপসের সকল ফিচার নিখুঁতভাবে প্রদর্শনের জন্য অপটিমাইজড অ্যালগরিদমও থাকছে যাতে এর ডেটা সঠিক থাকে। সেই সঙ্গে যদি কারো সেল ফোনে বান্দরবানে নীলসাগর গ্রুপ আন্তর্জাতিক স্কাই ম্যারাথনে অংশ নেয়ার সময় ইন্টারনেট না থাকে, তিনি আগেই অ্যাপস থেকে ম্যাপ ডাউনলোড করে নিয়ে অফলাইন ভার্সন ব্যবহার করে ম্যারাথন শেষ করতে পারবেন। আর অ্যাপসটি মোবাইল এনার্জি এফিসিয়েন্ট করা হয়েছে, যাতে এর ব্যাটারির চার্জ খুব কম খরচ হয়।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top