
জয়পুরহাট, কালাই ও আক্কেলপুর পৌরসভার নির্বাচনে অংশগ্রহনের জন্য মেয়র পদে ২২ জন সহ মোট ২১৬ জন প্রার্থী গতকাল বৃহস্পতিবার তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্র অনুযায়ী, এদের মধ্যে রয়েছেন জয়পুরহাট পৌরসভায় মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬৯ জন এবং সংরক্ষিত আসনে (মহিলা) কাউন্সিলর পদে ১৯ জন।
কালাই পৌরসভায় মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত আসনে (মহিলা) কাউন্সিলর পদে ১২ জন।
এছাড়া আক্কেলপুর পৌরসভায় মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত আসনে (মহিলা) কাউন্সিলর পদে ১৯ জন ।
জয়পুরহাট পৌরসভায় মেয়র পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক ( আওয়ামীলীগ), শামসুল হক(বিএনপি), আমেজ উদ্দিন (জাসদ), দেওয়ান বদিউজ্জামান (সিপিবি), তিতাস মস্তোফা (জাপা), সাজ্জাদ বিন আলীম (স্বতন্ত্র), হাসিবুল আলম (স্বতন্ত্র), সাজ্জাদুর রহমান ময়না (স্বতন্ত্র), নন্দলাল পার্শী (স্বতন্ত্র)। আক্কেলপুর পৌরসভায় মেয়র পদে গোলাম মাহফুজ চৌধুরী অবসর (আওয়ামীলীগ), এনায়েতুর রহমান আকন্দ স্বপন (স্বতন্ত্র), আলমগীর চৌধুরী বাদশা (স্বতন্ত্র), রেজাউল করিম সরদার (বিএনপি), আব্দুর রহিম রতন ( স্বতন্ত্র), আমিনুল ইসলাম নান্নু (স্বতন্ত্র)। কালাই পৌরসভায় মেয়র পদে হালিমুর আলম জন (আওয়ামীলীগ) আমিনুল ইসলাম (জাপা), সাজ্জাদুর রহমান কাজল (স্বতন্ত্র), তোজাম্মেল হোসেন তালুকদার (স্বতন্ত্র), আনিসুর রহমান তালুকদার (স্বতন্ত্র), সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার (বিএনপি) মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে ইত্তেফাককে জানান, রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তোফাজ্জল হোসেন ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।