
রাজধানীর শ্যামপুরে ম্যানহোলে পড়ে শিশু নীরবের মৃত্যুর ঘটনায় তার পরিবারের সদস্যসের ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্ট রিট আবেদন দায়ের করা হয়েছে। আবেদনে ঢাকা শহরের ঢাকনাবিহীন ও ঢাকনাযুক্ত কতোগুলো ম্যানহোল রয়েছে তার একটি তালিকা আদালতে দাখিলে নির্দেশনা চাওয়া হয়।
রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের ব্যারিস্টার আবদুল হালিম। সোমবার বিচারপতি ফারহা মাহবুবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই আবেদরে ওপর শুনানি হতে পারে।
ব্যারিস্টার আবদুল হালিম জানান, রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে কলোনিতে ওয়াসার পরিত্যক্ত পাইপে পরে শিশু জিহাদের মৃত্যুর ঘটনা ছিল মর্মান্তিক। ঐ ঘটনার প্রায় বছরখানেক পর আরেকটি শিশু ম্যান হোলে পড়ে মারা গেল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই ঢাকা শহর মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। ভবিষ্যতে যাতে আর কোনো শিশু ম্যানহোলে পড়ে মারা না যায় এজন্য হাইকোর্টে নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।
রিট আবেদনে, শিশু নীরবের মৃত্যু ঘটনায় কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই বিষয়ে আদালতের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে।
গত ৮ ডিসেম্বর বিকালে রাজধানীর শ্যামপুরে বন্ধুদের সাথে খেলতে গিয়ে স্যুয়ারেজ লাইনে পড়ে যায় শিশু নীরব। পরে রাত সোয় আটটার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা স্যুয়ারেজ লাইনের স্লুইস গেট এলাকা থেকে নীরবের লাশ উদ্ধার করে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।