
সরকার ও রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে গ্রেফতার ফেসবুক পেইজ ‘মজা লস?’ এর অ্যাডমিন রিফায়েত আহম্মেদকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরনী খান চৌধুরী শুক্রবার তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন বলে পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানান।
তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই আব্দুর রউফ আসামি রিফায়েতকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
ভাটারা থানায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা ওই মামলায় জামিন চেয়ে আবেদন করেছিল আসামিপক্ষ। শুনানি শেষে রিফায়েতের দুইদিন রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিফায়েতকে গ্রেপ্তার করে র্যা ব। পরে র্যাফব-১ এর এসআই জাকির হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ওই মামলা দায়ের করেন।
‘মজা লস?’ পেইজে সরকার ও রাষ্ট্রবিরোধী নানা প্রচারণা চালানো হয় বলে রিফায়েত গ্রেপ্তারের পর বলেছিলেন র্যা ব কর্মকর্তারা।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।