সেবা ডেস্ক: ক্রোমবুক সিরিজের নতুন একটি ল্যাপটপ উন্মোচন করেছে স্যামসাং। ক্রোমবুক ৩ নামের এই ল্যাপটপ লাস ভেগাসে চলা প্রযুক্তি পণ্যের আসর 'কনজ্যুমার ইলেক্ট্রনিকস শো (সিইএস)'তে উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি।
নতুন এই ডিভাইস ব্যাকআপের দিক থেকে বাজারের যে কোনো ল্যাপটপের সাথে টেক্কা দেবে। কারণ, এই ল্যাপটপের ব্যাটারি ১১ ঘণ্টা ব্যাকআপ সুবিধা দেবে বলে দাবি করছে স্যামসাং।
ক্রোমবুক ৩ ল্যাপটপে ১৩৩৬×৭৬৮ পিক্সেল রেজ্যুলেশনের ১১.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। ল্যাপটপটির র্যাম সম্পর্কে কোনো তথ্য জানায়নি স্যামসাং। তবে ধারণা করা হচ্ছে, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের ল্যাপটপটিতে ২ গিগাবাইট থেকে ৪ গিগাবাইটের র্যািম থাকবে।
রিইনফোর্সড মেটাল বডির এই ডিভাইস ০.৭ ইঞ্চি পুরু এবং এর ওজন মাত্র ২.৫ পাউন্ড।
ক্রোমবুক ৩ শিগগিরই বাজারে আসবে বলে জানিয়েছে স্যামসাং। তবে এর দাম বা অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। স্যামসাং ক্রোমবুকের প্রথম মডেলটি বাজারে ছাড়া হয়েছিল ২০১১ সালে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।