
জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ৪ জানুয়ারি বাংলাদেশের সব ব্যাংককে চিঠি পাঠিয়ে বলেছে, ২০০৮ সালের ১ জুলাই থেকে এই দম্পতির সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য আগামী ৭ দিনের মধ্যে জমা দিতে হবে। সেই সঙ্গে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) আলাদাভাবে চিঠি দিয়ে বলা হয়েছে, দেবপ্রিয় ও ইরিনার নামে কোনো বিও অ্যাকাউন্ট পাওয়া গেলে তার তথ্যও সিআইসিকে দিতে হবে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার একজন গবেষকের পদ থেকে ১৯৯৫ সালে অর্থনীতিবিদ রেহমান সোবহানের হাত ধরে সিপিডিতে যোগ দেয়ার পর থেকে দেবপ্রিয়র উন্নতির শুরু। সিপিডির দাপ্তরিক পদে থাকলেও প্রতিবছর বাজেটের সময় গণমাধ্যমের সামনে আসায় অনেকে বেশি পরিচিতি পেয়ে যান তিনি। পরে তাকে সিপিডির ফেলো করা হয়। ২০০৭-২০০৮ সময়ে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এক বছরের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিএ) বাংলাদেশের প্রতিনিধি ছিলেন তিনি। ওই সময়ের আগে-পরে সুশীল সমাজের হয়ে তার তৎপরতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।