সেবা ডেস্ক: যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায়ে বাংলাদেশে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশের পর বিক্ষোভ করেছে পাকিস্তান জামায়াত। বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তান জামায়াতের ছাত্র সংগঠন জমিয়তে তলাবার ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল লিয়াকত বালুচ নিজামীর ফাঁসির দণ্ডের নিন্দা জানান।
পাকিস্তান জামায়াতের ওয়েবসাইটে প্রকাশিত বালুচের ওই বক্তব্য দেশটির গণমাধ্যমেও এসেছে।
লিয়াকত বালুচ বলেন, ‘নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হলে তা হবে ন্যায়বিচারের হত্যাকাণ্ড। শেখ হাসিনা ওয়াজেদের সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে বিরোধীদের নির্মূলের চেষ্টা চালাচ্ছে। ভারত সরকারের আদেশে বাংলাদেশ সরকার জামায়াতে ইসলামীর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।