সেবা ডেস্ক: বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনে অবস্থান করবেন। সেখানে থেকেই তিনি সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে আয়োজিত মিলাদ মাহফিল, জুম্মার নামাজ আদায় ও মধ্যাহ্ন বিরতি করবেন।
বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় এ সব তথ্য জানা গেছে।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্সাহ উদ্দীপনা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরকে সফল করতে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে নেতা কর্মীদের নিয়ে সভা করা হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টুঙ্গিপাড়া জুড়ে নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।