সেবা ডেস্ক: বাংলাদেশকে তিন খাতে মোট ১১ কোটি ৮০ লাখ টাকা অর্থ সাহায্য প্রদান করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ এর ডেভলপমেন্ট কোঅপারেশন মাল্টিঅ্যানুয়াল ইন্ডিকেটিভ কার্যক্রমের অধিনে ২০১৪-২০২০ সালের জন্য এই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।
ইইউ এর পক্ষ থেকে জানানো হয়েছে, 'দেশের সিদ্ধান্ত প্রদানে সুশিল সমাজের অংশগ্রহণ, খাদ্য ও পুষ্টি এবং দক্ষতা বৃদ্ধি কার্যক্রম' তিন খাতে খরচের জন্য এই অর্থ বরাদ্দ রাখা হয়েছে। মূলত গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং ভবিষ্যত প্রজন্মকে দক্ষ হিসেবে তৈরি করার মাধ্যমে বিশ্ব উন্নয়নে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে এই অর্থ সাহায্য প্রদান করা হচ্ছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।