
বুধবার সকালে নিজামীর চূড়ান্ত রায় ঘোষণার পর বিএনপির প্রতিক্রিয়া কি জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই। এর আগেও জামায়াতের কোনো নেতার ফাঁসির রায়ে প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। নিজ দলের প্রভাবশালী নেতা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের পরও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।