সেবা ডেস্ক: ২০১৫ সালে ইন্দোনেশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল বিগত ৬ বছরের মধ্যে সবচেয়ে কম। শুক্রবার দেশটির প্রবৃদ্ধির তথ্য বিশ্লেষণ করে এটা জানা যায়। নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য এবং চীনসহ প্রধান প্রধান বৈদেশিক বাজারে রপ্তানি হ্রাস পাওয়ার কারণেই ইন্দোনেশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দক্ষিণপূর্ব এশিয়ার সর্ববহৎ এই অর্থনৈতিক দেশটিতে গত বছর প্রবৃদ্ধি ছিল ৪.৭৯ শতাংশ।
২০০৯ সালের পর এই প্রথম বার দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে নেমে এলো। ওই বছর বৈশ্বিক অর্থনীনৈতিক অবস্থা চরম সংকটে ছিল।
তবে ইন্দোনেশিয়া গত বছরের অর্থনৈতিক মন্দাভাব থেকে ২০১৬ সালে উত্তরণ করতে পারবে বলে গত তিন মাসের কিছুটা উত্তরণ দেখে আশা করা হচ্ছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।