
বর্তমানে দেশীয় অ্যাপ্লিকেশনের তালিকায় আরও বেশকিছু অ্যাপ্লিকেশন যুক্ত হয়েছে। কয়েকটি অ্যাপ্লিকেশনের কিছু তথ্য এখানে উপস্থাপন করা হলো।
রিদমিক কীবোর্ড
রিদমিকের বৈশিষ্ট্য আছে অনেকগুলি। কোন বিজ্ঞাপনের বিড়ম্বনাও নেই এটিতে। বর্তমানে ক্রমান্বয়ে ৬টি ভার্সন পার হয়ে রিদমিক ৩.১.৫ এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। সৌন্দর্য প্রেমীদের জন্য রিদমিক কীবোর্ডের আছে হরেক রকমের থিম বা স্টাইলের ব্যবস্থা। রিদমিক কীবোর্ড গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে মোবাইল ফোনে ইনস্টল করা যেমনি সহজ তেমনি ব্যবহারকারীদের জন্য অতি সহজেই অনেক প্রকার মানানসই থিম পরিবর্তনের সুযোগও রয়েছে।
স্বাধীন অভিধান
স্বাধীন অভিধান হচ্ছে একটি অনুবাদক সফটওয়্যার যে সফটওয়্যার ব্যবহার করে আপনি যেকোনো শব্দকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন। আর ইংরেজি থেকে আবার বাংলায় অনুবাদ করারও সুযোগ রয়েছে। স্বাধীন অভিধান বর্তমানে বাংলাদেশের প্রথম ইউনিকোডভিত্তিক অফলাইন অভিধান।
বিজয় বায়ান্নো
বিজয় বায়ান্নো বাংলা ব্যবহারকারীদের জন্য কম্পিউটারে বাংলা লেখার এক অনন্য সুযোগ তৈরি করে দিচ্ছে। উইন্ডোজের সকল সংস্করণে কাজ করার ফলে এটি সকলেই ব্যবহার করতে পারবেন এবং যার ফলে আমাদের বাংলা ভাষার ডিজিটাল যাত্রা আরও সুগম ও সুদৃঢ় হলো।
হাতেখড়ি
সময়ের সাথে সাথে এখন বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার শুরু করেছে শিশুরাও। তাদের জন্যই মজায় মজায় বর্ণমালা শেখার অ্যাপ্লিকেশন হাতেখড়ি। অ্যান্ড্রয়েড এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে শিশুরা বর্ণমালা শেখা, বর্ণ দিয়ে শব্দ ও বাক্য তৈরি, এমনকি হাতের লেখাও অনুশীলন করতে পারবে। অক্ষর নিয়ে আছে খেলার সুযোগ। এই অ্যাপস থেকেই বর্ণগুলোর উপর হাত ঘুরিয়ে হাতের লেখাও শেখা যায়। আদর্শলিপিকে অনুসরণ করে তৈরি অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন নির্মাতা সূর্যমূখীর ওয়েব সাইট থেকে।
অভ্র কীবোর্ড
অভ্র হলো মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএসএক্স, উবুন্টু এবং লিনাক্স-এ গ্রাফিক্যাল লে-আউট পরিবর্তক এবং ইউনিকোড ও এএনএসআই সমর্থিত বাংলা লেখার বিনামূল্যের ও মুক্ত সফটওয়্যার। এ সফটওয়্যারটির অনন্য বৈশিষ্ট্য হলো এতে ফোনেটিক (ইংরেজিতে উচ্চারণ করে বাংলা লেখা) পদ্ধতিতে বাংলা লেখা যায়।
ইজি বাংলা টাইপিং
ইজি বাংলা টাইপিং খুব সহজ একটি বাংলা লেখার সফটওয়্যার। আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অভ্র ফোনেটিকের মতো বাংলা লিখতে চান, তাহলে এখনি ডাউনলোড করে নিন ইজি বাংলা টাইপিং অ্যাপস। এই অ্যাপসটির ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস খুব সহজে আপনাকে আকৃষ্ট করতে সক্ষম। অ্যাপসটি আপনাকে অটোমেটিক সাজেশনও দেবে।
বাংলা অভিধান
এই অ্যাপটির বড় বৈশিষ্ট্য হলো বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা দেখার জন্য আপনাকে নতুন প্লাগইন বা সফটওয়্যার ইনস্টল করতে হবে না। সহজ উপস্থাপনা, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এবং বিশাল শব্দভান্ডার আপনাকে সহজেই দরকারি শব্দের অর্থ খুঁজে বের করতে সাহায্য করবে এবং কোনো অর্থ যদি ডাটাবেজে না পাওয়া যায় তবে আপনি চাইলে সেই শব্দটি ডাটাবেজে যুক্ত করতে পারবেন।
মায়াবী কীবোর্ড
মায়াবী কীবোর্ড একটি জনপ্রিয় লেখার সফটওয়্যার যা প্রায় সকলেরই চেনা একটি কীবোর্ড। এটির দুইটি বৈশিষ্ট্য। একটি হলো ফোনেটিক আর অন্যটি ফিক্সড।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।