
ভারতের বাজারে ২৩ হাজার ৯৯০ রুপিতে পাওয়া যাবে ট্রান্সফর্মার বুকটি, যা বাংলাদেশের বাজারে আসলে পাওয়া যাবে প্রায় ২৭ হাজার ৫০০ টাকায়।
'ট্রান্সফর্মার বুক টি১০০এইচএ' নামের এই ডিভাইসে আছে ১০.১ ইঞ্চি স্ক্রিন (ডিট্যাচেবল)। মূলত ট্যাবলেট হলেও এক পলকেই একে পাল্টে নেয়া যাবে ল্যাপটপে।
আসুসের সবচেয়ে বড় লক্ষ্য কম দামে অত্যাধুনিক নানা ফিচার ক্রেতার হাতে পৌঁছে দেওয়া। নতুন এই ট্রান্সফর্মার বুকেও তার স্বাক্ষর রেখেছে আসুস।
ডিভাইসটিতে আছে এলইডি ব্যাক-লিট ডিসপ্লে, ১২৮০x৮০০ পিক্সেল রেজ্যুলেউশন, পিক্সেল ঘনত্ব ১২৯ পিপিআই, ৬৪ বিট কোয়াডকোর ইনটেল অ্যাটম এক্স৫-জেড৮৫০০ প্রসেসর (ফোর-কোর, ফোর থ্রেড্স), বেস ক্লক স্পিড ১.৪৪ গিগাহার্টজ, বার্স্ট ক্লক স্পিড ২.২৪ গিগাহার্টজ, ২ জিবি র্যাম, ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ, উইনডোজ ১০ অপারেটিং সিস্টেম, ইউএসবি ২.০ পোর্ট, টাইপ-সি পোর্ট, মাইক্রো-ইউএসবি ২.০ পোর্ট, মাইক্রো-এইচডিএমআই পোর্ট, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ওয়াই-ফাই, ব্লু-টুথ ৪.০, ৩০ ওয়াট আওয়ার ব্যাটারি (কোম্পানির দাবি, একবার ফুলচার্জে চলবে ১২ ঘণ্টা) এবং কি-বোর্ড ডক।
টিন গ্রে আর অ্যাকোয়া ব্লু, এই দু’টি রঙে পাওয়া যাবে এই ট্রান্সফর্মার বুক।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।