রৌমারীতে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের তালিকা প্রকাশ

Seba Hot News : সেবা হট নিউজ
0

শফিকুল ইসলাম: রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নের ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারদের নিয়োগ চুড়ান্ত করা হয়েছে উন্মুক্ত লটারীর মাধ্যমে।

রৌমারীতে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের তালিকা প্রকাশ
রৌমারীতে উম্মুক্ত লটারি মাধ্যমে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের তালিকা প্রকাশ


বৃহস্পতিবার বিকালের দিকে এক অনুষ্ঠানের মাধ্যমে ওএমএস (ওপেন মার্কেট সেল) এবং খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। 


উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার এর সভাপতিত্বে প্রাথমিক যাচাই-বাছাই শেষে সকল আবেদনকারীদের সামনে এ লটারী দেওয়া হয়।


উপজেলার ৬টি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে আবেদন জমা হয় ২৭৫ টি এবং ওএমএস ডিলার নিয়োগের আবেদন জমা হয় ৩৭ টি। 


আবেদনে পত্রে ত্রæটি থাকার কারনে খাদ্যবান্ধব কর্মসূচির ও ওমমএস এর কিছু আবেদন বাতিল করা হয়।


আরও পড়ুন:


লটারিতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দাঁতভাঙ্গা ইউনিয়নে ৬, শৌলমারী ইউনিয়নে ৬, বন্দবেড় ৬, রৌমারী সদর ইউনিয়নের ১০, যাদুরচর চর  ইউনিয়নে ৫ ও চরমৌলমারী ইউনিয়নে ৫  ও চরশৌলমারী ইউনিয়নে ৬ জনকে নির্বাচিত করা হয়। 


ওএমএস কর্মসূচির আওতায় শুধু রৌমারী সদর ইউনিয়নে ৩ জনকে নির্বাচন করা হয়েছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে আয়োজিত উন্মুক্ত লটারিতে ওএমএস কর্মসূচি এবং খাদ্য বান্ধব কর্মসূচি আবেদনকারীদের মধ্যে থেকে নির্বাচিত করা হয়।



উপজেলা নির্বাহী অফিসার বলেন,উজ্জল কুমার হালদার, লটারির মাধ্যমে ডিলার নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং এতে অংশগ্রহণকারীদের মতামত ও উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। সকলের সহযোগিতায় এ উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে। 


উন্মুক্ত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসউদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো. মিজানুর রহমান উপজেলা বিএনপি’র আহŸায়ক ও রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী, জাময়াতে ইসলামী উপজেলা আমির মো. হায়দার আলীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও আবেদনকারীগণ।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top