
শক্রবার সকালে টেকনাফ পৌরসভার দুই নং সুইচ গেট সংলগ্ন নাফনদী থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।
জানা গেছে, সকালে উপজেলার জালিয়া পাড়ার নাফনদীর দুই নং সুইচ গেট এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় পাচারকারীরা এসব ইয়াবা ফেলে পালিয়ে যায়।
বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, ‘ এসব ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি ৬০ লাখ টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ান সদর দফতরে রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে।’
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।