সেবা ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদী থেকে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ । তবে এ সময় কেউ আটক হয়নি।
শক্রবার সকালে টেকনাফ পৌরসভার দুই নং সুইচ গেট সংলগ্ন নাফনদী থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।
জানা গেছে, সকালে উপজেলার জালিয়া পাড়ার নাফনদীর দুই নং সুইচ গেট এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় পাচারকারীরা এসব ইয়াবা ফেলে পালিয়ে যায়।
বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, ‘ এসব ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি ৬০ লাখ টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ান সদর দফতরে রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে।’
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।