জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর সীমান্তের বিজিবি সদস্যরা গাজাসহ ৩ জনকে আটক করেছে। কাশিপুর বিওপির নায়েব সুবেদার মুজিবুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
জানা যায়- টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেইন পিলার ৯৪৩ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাশিয়াবাড়ী নামক স'ানে অবস'ান গ্রহণ করে। পরে ৩জন লোক পায়ে হেঁটে ঐ স'ানে আসার পর টহল দলকে দেখা মাত্রই দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করলে টহল দল তাদেরকে আটক করে এবং তাদের সাথে বডি ফিটিং অবস'ায় ১ কেজি ৬০০ গ্রাম ভারতীয় গাজা এবং ৩টি মোবাইল সেট পাওয়া যায়। আটককৃতরা হলেন সালাম শেখ (২৬, সোহেল (২২) ও রায়হান শেখ (২০)। তাদের সকলের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন জানান,
আটককৃতদের ফুলবাড়ি থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত গাজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।