২০১৬ অস্কারে আমন্ত্রণ পেলেন প্রিয়াংকা চোপড়া

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  প্রিয়াংকা চোপড়া, টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র বদৌলতে এখন বিশ্বজোড়া এক নাম। ক’দিন আগেই পদ্মশ্রী সম্মানে ভূষিতা হয়েছেন এই নায়িকা। এরও ক'দিন আগে পেয়েছেন পিপলস চয়েজ অ্যাওয়ার্ড। এবার অস্কার অ্যাওয়ার্ডে ডাক পেয়েছেন হলিউডে ভারতীয় সিনেমার অন্যতম এই প্রতিনিধি। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
 
তবে অ্যাওয়ার্ড নেয়ার জন্য নয়। প্রিয়াংকা ডাক পেয়েছেন ২০১৬ অস্কার আসরে একটি অ্যাওয়ার্ড দেয়ার জন্য।
 
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়, ৮৮তম অস্কার অনুষ্ঠানের উপস্থাপকদের দ্বিতীয় অংশের নাম ঘোষণা করেছেন অস্কার পরিচালক ডেভিড হিল এবং রেজিনাল্ড হাডলিন। এর মধ্যে আছে প্রিয়াংকার নামও। পরে ওয়েবসাইটটির অফিশিয়াল টুইটার পেজে অন্যান্য উপস্থাপকদের সঙ্গে প্রিয়াঙ্কার একটি ছবি পোস্ট করা হয়।
 
এ নিয়ে আনন্দিত প্রিয়াংকা তার টুইটারে লিখেছেন, ‘অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অপেক্ষায় আছি!! অসাধারণ একটা রাত হবে এটা!’
 
টুইটটি পোস্টের পর ভক্তদের অভিনন্দন আর শুভ কামনায় বোঝাই হয়ে যায় প্রিয়াঙ্কার টুইটার অ্যাকাউন্ট।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top