সানাই মাহবুব এবার বিকিনি মুডে (ছবিসহ)

S M Ashraful Azom
0
সানাই মাহবুব এবার বিকিনি মুডে (ছবিসহ)
সেবা ডেস্ক: এবার জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে ঝড় তুলেছেন বাংলাদেশের আলোচিত-সমালোচিত মডেল অভিনেত্রী সানাই মাহবুব। গত বুধবার ভেরিফায়েড পেইজ বিকিনি পরা ছবি শেয়ার করেছেন। ছবিটি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনার ঝড় বইছে।
বিকিনি ছবি শেয়ার করে সানাই লিখেছেন, কি লাভ ওতো ছবি মুক্তি দিয়ে, ওগুলা তো চলেই না! তার চেয়ে বরং আমি একটা ছবি মুক্তি দেই ফেসবুকে! এই বেশ! আর তাছাড়াও কিছু পুরোনো চল কে তো আমি ধ্বংসই করে দিয়েছি, So do something new! Don’t do those tiny works এগেইন।
Sanai Mahboob is now in bikini mode (with photos)
বিকিনী পড়া ছবি নিয়ে সানাই জানান, আমি সামান্য একটা ছবি আপলোড দিয়েছি। এটা নিয়ে এত মাতামাতির কি আছে। আর এমন না যে আমি একাই বাংলাদেশের এমন ছবি আপলোড দিয়েছে, দেশের অন্যান্য অভিনেত্রীরা এর থেকে বাজে ছবি আপলোড দিয়েছেন। তাদের নিয়ে তো এত মাতামাতি নেই। তাহলে আমাকে নিয়ে কেন এত মাতামাতি?

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top