সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে “মান সম্মত শিক্ষা , জাতির প্রতিজ্ঞা” প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। র্যালি শেষে উপজেলা শিক্ষা অফিসার স্বর্ণজিৎ দেবের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা সরোয়ার হাসান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেয়ায়েত উল্লাহ, ইউআরসি ইন্সট্রাক্টর মহির উদ্দিন, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।
র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।