সেবা ডেস্ক: শফিউল আলম রাজার ভাওয়াইয়া গানের আসরের আয়োজন করেছেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। শনিবার সন্ধ্যয়ে সাড়ে ছয়টায় গুলশান-১ এ কালচারাল সেন্টারে এটি অনুষ্ঠিত হবে। শফিউল আলম রাজা, ছোটবেলায় তার বাবা-মা’র কাছেই ভাওয়াইয়া গানের দীক্ষা নিয়েছেন। গান বিষয়ে তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তবে উস্তাদ নুরুল আলম জাহিদের কাছে তার সঙ্গীতের হাতেখড়ি। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী। এছাড়া তারা মিউজিকসহ বেশ কয়েকটি ভারতীয় চ্যানেলেও গান করেছেন তিনি। তিনি বেঙ্গল ফাউন্ডেশন থেকে সেরা ভাওয়াইয়া শিল্পীর খেতাব অর্জন করেছেন। গুণী এই শিল্পী ২০০৮ সালে একটি ভাওয়াইয়া ব্যান্ড প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি দৈনিক যুগান্তরে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্তব্য পালন করছেন।