আজ আকাশে যে চাঁদটি উঠবে, তার আকার হবে খুবই ছোট। একে বলা হচ্ছে ‘মিনি মুন’। এমন ঘটনা ১৫ বছর পর পর ঘটে।
আজ শুক্রবার আকাশে ছোট চাঁদটি উঠতে দেখা যাবে। আবার চাঁদের এমন আকার দেখা যাবে ২০৩০ সালে। এদিন বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ চাঁদ ঘুরতে ঘুরতে পৃথিবীর প্রেক্ষিতে এমন একটি অক্ষে এসে পৌঁছাবে যার ফলে পৃথিবীর সাথে চাঁদের দূরত্ব বেড়ে হবে চার লাখ ছয় হাজার ৩৫০ কিলোমিটার। সাধারণত যা থাকে তিন লাখ ৮৪ হাজার কিলোমিটার।অর্থাৎ সুপারমুন বা পূর্ণিমার সময় থেকে চাঁদকে অন্তত ১৪ শতাংশ ছোট লাগবে দেখতে।
আজ রাতে চাঁদের আলো এক পোঁচ কম হবে। তবে রূপোলি ছটা যেমন থাকে পূর্ণিমার সময়ে তেমনই থাকবে। গোলাপি বা সবুজ কোনো আভা থাকবে না।
