সেবা ডেস্ক: চুমু দেয়ার কথা ছিল ছোট ছেলে আব্রামকে। পেলেন বাবা শাহরুখ। আর তাও আলিয়া ভাট ও পরিনীতি চোপড়ার। মূল ঘটনা হলো শাহরুখের নতুন ছবি ‘ফ্যান’ মুক্তির পর আলিয়া ও পরিণীতি গিয়েছিলেন শাহরুখের বাড়ি। সেখানে গেলেই শাহরুখের ছোট্ট ছেলে আব্রামকে আদরে চুমুতে ভরিয়ে দেন নায়িকারা। কিন্তু সেদিন পারলেন না। ওই দিন তারা যখন গেলেন তখন আব্রাম ঘুমোচ্ছে। কী আর করা? দুই নায়িকা তাদের জমানো আদর ঢেলে দিলেন শাহরুখের দুই গালে। চুমুতে ভরে গেল শাহরুখের গাল। পরিণীতি তুলে রাখলেন সেই মুহূর্তের সেলফিও। আর সেই ছবি পোস্ট করলেন টুইটারে। নিচে লিখলেন, ‘আব্রাম ঘুমোচ্ছে। অগত্যা এই দুটো গালই ভরে দিলাম ভালোবাসায়।’


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।