কুড়িগ্রামে আওয়ামীলীগের প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবীতে সড়ক অবরোধ

G M Fatiul Hafiz Babu
0
 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধ নেতাকর্মী ও সমর্থকরা। তৃণমূলের মতামত উপেক্ষা করে এ মনোনয়ন দেয়ার বিক্ষুদ্ধ হয়ে উঠেছে তারা। জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জুর মনোনয়ন বাতিল না করেল দল থেকে গণপদত্যাগ ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন তারা। একই সঙ্গে তারা আমান উদ্দিন আহমেদ মঞ্জুকে কাঁঠালবাড়ীতে অবাঞ্চিত ঘোষনা করেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা হাজার হাজার নেতাকর্মী কাঁঠালবাড়ী বাজারের সমনে কুড়িগ্রাম-রংপুর সড় অবরোধ করে। এ সময় ওই সড়কে দূর ও স্বল্পপাল্লার সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এ সময সমাবেশে বক্তব্য রাখেন কাঁঠালবাড়ী ইউনিয়নের ছাত্রলীগের আহবায়ক জিয়া, যুবলীগের আহবায়ক মোস্তফা কামাল, মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের নেতা তাজুল ইসলাম, শ্রমিক নেতা আকবর আলী প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top