ঢাবিতে ছাত্রী লাঞ্ছিত: সুফিয়া হলের এক কর্মচারীর কারাদণ্ড

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে এক ছাত্রীকে লাঞ্ছিত করায় মোহাম্মদ আলী নামের এক কর্মচারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে তাকে এ সাজা দেয়া হয়। মোহাম্মদ আলী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের কর্মচারী এবং সুফিয়া কামাল হলের লন্ড্রিতে কাজ করতেন। সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা জানায়, রবিবার রাত সাড়ে নয়টার দিকে এক ছাত্রী হলের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লন্ড্রির সামনে গেলে মোহাম্মদ আলী তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় ঐ ছাত্রীর চিত্কার শুনে হলের অন্য ছাত্রীরা ঘটনাস্থলে এসে আলীকে আটকে রাখে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ এম আমজাদ, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নীলুফার নাহারসহ হলের আবাসিক শিক্ষকরা উপস্থিত থেকে আলীকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে। দুপুরে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) কার্যালয়ে এ ঘটনায় ভ্রাম্যমান আদালত বসে। আদালতে আলীকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এএম আমজাদ বলেন, এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় ঐ কর্মচারীকে পুলিশে সোপর্দ করি। পরে ভ্রাম্যমান আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top