সেবা ডেস্ক: মূত্র ব্যবস্থার যেকোনো অংশে-কিডনি, ইউরেটারস, মূত্রাশয় ও মূত্রনালীতে সংক্রমণই হলো মূত্রনালীর সংক্রমণ (ইউটিআই)। পুরুষের তুলনায় নারীদের এ ঝুঁকি বেশি। মূত্রনালীতে সংক্রমণ খুবই বেদনাদায়ক ও বিরক্তিকর। মূত্রনালীর সামান্য সংক্রমণ এক সময় কিডনির জন্য কাল হয়ে দাঁড়ায়।
মূত্রনালীর সংক্রমণের লক্ষণ:প্রসাবের সময় মূত্রনালীতে জ্বালাপোড়া, প্রস্রাব ঘন ঘন হওয়া। অথচ সামান্য পরিমাণে প্রসাব বের হওয়া, পিঠে অথবা তলপেটে ব্যথা অনুভব করা, মেঘরঙ, কালোরঙ বা রক্ত মিশ্রিত প্রসাব বের হওয়া, প্রস্রাবে দুর্গন্ধ ও ঘোলাটে হওয়া, জ্বর হওয়া (সাধারণত কেঁপে কেঁপে জ্বর আসে), প্রস্রাব করার পর আবার প্রস্রাব হবে এমন ভাবের উদ্রেক হওয়া।
প্রাকৃতিক চিকিৎসা:উভা উরসি, এটি বিয়ারবেরি নামেও পরিচিত। এটি এক ধরণের ফল। দ্বিতীয় শতাব্দী থেকে এটি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে। মূলত এটি প্রাথমিকভাবে ব্যবহৃত হয় মূত্রনালীর ব্যাধির জন্য। কিডনি, মূত্রাশয়, মূত্রনালীর সংক্রমণে এটি ব্যবহার করা হয়।এ ছাড়া মূত্রনালী ফুলে যাওয়া, বাড়তি প্রসাব, প্রসাবকালে ব্যথা হলে এ ফল খাওয়া হয়। উভা উরসি কোষ্ঠকাঠিন্য ও ফুসফুসের সংক্রমণ ব্রঙ্কাইটিস রোগের চিকিৎসায় দারুণ কাজ করে। গবেষকরা বলছেন, এই উদ্ভিজ্জ ফলটি প্রদাহ বা যেকোনো জ্বালাপোড়া ও সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে। তারা মনে করেন, এই ফলটি সবচেয়ে ভালো কাজ করে ব্যক্তির প্রসাবে জটিলতায়। কোনো সংক্রমণ দেখা মাত্রই এটি খাওয়া গেলে সঙ্গে সঙ্গে তা থেকে মুক্তি পাওয়া যায়। এই ফলটি প্রক্রিয়াজাত অবস্থায় বিভিন্ন ফার্মেসিতেও পাওয়া যায়।
সতর্কতা: উভা উরসি শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অন্তঃসত্ত্বা অবস্থায় এটি গ্রহণ করা যাবে না। এছাড়া কিডনিতে সংক্রমণ রয়েছে সে অবস্থায়ও এটি সেবন করা যাবে না। সেবন করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।