সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
রোববার বিকালে উপজেলা প্রশসানের উদ্যোগে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুব্রত পালের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ প্রমুখ।
আলোচনা সভায় সকল দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক উপসি'ত ছিলেন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে।
