সেবা ডেস্ক: লন্ডনে একটি কুকুরকে সিগারেট দিয়ে ছ্যাঁকা দিয়ে ও নির্মমভাবে পিটিয়ে হত্যা করায় এক যুবককে ৪ মাসের কারাদন্ড দিয়েছে লন্ডন আদালত। ঐ কুকুরটি তার বান্ধবীর ছিল বলে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে। আদালতের শুনানিতে বলা হয়, সন্তান জন্ম দেয়ার জন্য লিউস মোডলিনস্কায়ের বান্ধবী হাসপাতালে থাকার সময় তার কুকুরটির ওপর সারাদিন অত্যাচার চালানো হয়। লিউস কুকুরটি পাঁজর ভেঙে দিয়েছে, লিভার বিচ্ছিন্ন করেছে, ফুসফুস ক্ষতিগ্রস্ত করেছে এবং সিগারেট দিয়ে তাকে ছ্যাঁকা দিয়েছে। জাগের নামের এ কুকুরটিকে হত্যা করায় আদালত তাকে ১৮ সপ্তাহের কারাদণ্ড দিয়েছে। এছাড়া তিনি কোনো প্রাণী রাখতে পারবেন না বলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
কুকুরটি মারিক স্যামি পিয়ার বলেছেন, যাকে আমি সবার চেয়ে কাছের বন্ধু ভাবতাম সে আমার সুন্দর পরীটাকে হত্যা করেছে। আমার কাছ থেকে আমার মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়েছে। মোডলিনস্কাই প্রথমে দাবি করেছিল যে, কুকুরকে পেটানোর কথা তার মনে নেই। পরে স্বীকার করেছে, কুকুর থেকে বিভিন্ন ধরনের বিপত্তি ঘটার কারণে তিনি কুকুরটিকে হত্যা করেছেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।