শফিক রেহমান আবারো ৫ দিনের রিমান্ডে

Unknown
সেবা ডেস্ক:  প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চক্রান্তের মামলায় গ্রেফতার শফিক রেহমানের আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করে আরো সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার হাসান আরাফাত।
পরে মহানগর হাকিম মাহমুদুর হাসানের আদালত শফিক রেহমানকে আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যা পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় গত শনিবার শফিক রেহমানকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারের পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের কাছে আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top