সেবা ডেস্ক: কোয়েচেলা মিউজিক ফেস্টিভ্যাল ভালোই জমিয়েছিলেন টেইলর সুইফট। চুলের প্ল্যাটিনাম ব্লন্ড লকস নিয়ে বেশ নজর কেড়েছিলেন এই তারকা শিল্পী। কিন্তু তাও মন না টিকায় পালান সেখান থেকে! গ্লামার ডটকমের খবর, টেইলর আচমকাই কোয়েচেলা মিউজিক ফেস্টিভ্যাল থেকে উধাও হয়ে টেক্সাসে তার বন্ধুর বিয়ের অনুষ্ঠানে চলে যান। টেইলরের সঙ্গে তার মা’ও যান সেই বিয়েতে। গোপন খবর, বিয়েতে যাওয়ার কথা ছিল টেইলরের প্রেমিক কেলভিন হ্যারিসেরও। কিন্তু কোয়েচেলা পার্টিতে কেলভিন ব্যস্ত হয়ে পড়েছিলেন রিহানাকে নিয়ে! আর এই দুঃখেই পার্টি ছেড়ে বন্ধুর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন টেইলর।