ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ ০৩-০৬-২০১৬ঃ
“ সঞ্চয় আপনার ও জাতির সমদ্ধি আনে” এই শ্লোলগা কে সামনে রেখে আজ ৪ঠা জুন হতে ০৮জুন পর্যন্ত দেশ ব্যাপী ন্যায় কুড়িগ্রামে সঞ্চয় সপ্তাহ ২০১৬ পলিত হচ্ছে। সেবা সপ্তাহ ২০১৬ বণাঢ্য কর্মসূচী মধ্যে রয়েছে ০৪-০৬-২০১৬ খ্রিঃ র্যালী ও আলোচনা সভা, ০৫-০৬-২০১৬খ্রিঃ বাড়ি বাড়ি ও বিভিন্ন ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানে সঞ্চয়, ০৬-০৬-২০১৬ খ্রিঃ বিভিন্ন বস্তি বা মহল্লাহ উঠান বৈঠক। এ ব্যাপারে সঞ্চয় অফিস কর্মকর্তা মোঃ রশিদুল ইসলাম বলেন, আসুন আমরা এসব কর্মসূচী পালনের মাধ্যমে সঞ্চয় সপ্তহ ২০১৬ কে সাফল্য মন্ডিত করি। জাতিয় সঞ্চয় প্রকলে সমূহে বিনিযোগ করি, দেশকে স্বনির্ভর করি।
“ সঞ্চয় আপনার ও জাতির সমদ্ধি আনে” এই শ্লোলগা কে সামনে রেখে আজ ৪ঠা জুন হতে ০৮জুন পর্যন্ত দেশ ব্যাপী ন্যায় কুড়িগ্রামে সঞ্চয় সপ্তাহ ২০১৬ পলিত হচ্ছে। সেবা সপ্তাহ ২০১৬ বণাঢ্য কর্মসূচী মধ্যে রয়েছে ০৪-০৬-২০১৬ খ্রিঃ র্যালী ও আলোচনা সভা, ০৫-০৬-২০১৬খ্রিঃ বাড়ি বাড়ি ও বিভিন্ন ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানে সঞ্চয়, ০৬-০৬-২০১৬ খ্রিঃ বিভিন্ন বস্তি বা মহল্লাহ উঠান বৈঠক। এ ব্যাপারে সঞ্চয় অফিস কর্মকর্তা মোঃ রশিদুল ইসলাম বলেন, আসুন আমরা এসব কর্মসূচী পালনের মাধ্যমে সঞ্চয় সপ্তহ ২০১৬ কে সাফল্য মন্ডিত করি। জাতিয় সঞ্চয় প্রকলে সমূহে বিনিযোগ করি, দেশকে স্বনির্ভর করি।