ডাকাত সর্দার’ মরম আলী গ্রেফতার

Seba Hot News
সেবা ডেস্ক:  কিশোরগঞ্জের ভৈরবে হত্যা , চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি মরম আলী (৩৫) কে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ । বৃহস্পতিবার ভোরে শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ভৈরব থানার উপ-পরিদর্শক নজমুল হুদা জানান, গ্রেফতারকৃত মরম আলী আন্তঃজেলা নৌ-ডাকাত সর্দার । নদী পথে, বাসা-বাড়িতে ডাকাতির জন্য তার রয়েছে একটি সংঘবদ্ধ ডাকাত দল । তার নেতৃত্বে ডাকাত দলটি নদী পথে ও বিভিন্ন এলাকার বাসা-বাড়িতে ডাকাতি করে থাকে।

গ্রেফতারকৃত মরম আলী ২০১৫ সালে মেঘনা নদীতে এশটি যাত্রীবাহি নৌকায় ডাকাতি করে এক যাত্রীকে এলোপাতারি কুপিয়ে খুন করে । ওই মামলায় গ্রেফতার হয়ে বিঞ্জ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে খুন করার অপরাধ সে স্বীকার করে।

পরে জামিনে এসে ওই সালেই মধ্যের চর হাজী গিয়াস উদ্দিনের বাড়িতে মুখোশ পরে নগদ টাকা স্বর্ণলঙ্কার ও সৌদি রিয়ালসহ ২৩ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top