ঢাকা-আরিচা মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে

Seba Hot News
Manikganjসেবা ডেস্ক: 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাভারের নবীনগর থেকে ঢাকা-আরিচা মহাড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত দুই লেনের মহাসড়কটি চার লেনে উন্নীত করা হবে। আগামী সেপ্টেম্বর মাসে এর সম্ভাব্য যাচাইয়ের কাজ করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।
শুক্রবার (০৩ জুন) দুপুরে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সড়ক ও জনপথের নবনির্মিত পরিদর্শন বাংলো ‘পদ্মা যমুনা’র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
চলতি বছরের বাজেট নিয়ে বিএনপির প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, সরকার বিরোধীরা সব সময়ই বাজেটকে গণবিরোধী হিসেবে আখ্যায়িত করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এমএএন সিদ্দিক, সওজের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, জেলা প্রশাসক (ডিসি) রাশিদা ফেরদৌস, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দিন ও পুলিশ সুপার মাহফুজুর রহমান প্রমুখ।
৯৬ শতাংশ জমির উপর নবনির্মিত পাটুরিয়া ফেরিঘাটের সড়ক ও জনপথের পরিদর্শন বাংলো ‘পদ্মা যমুনা’ প্রকল্পে ব্যয় হয়েছে ৩ কোটি ৪৫ লাখ টাকা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top