এমদাদুল হক লালন , বকশীগঞ্জ প্রতিনিধি ঃ
জামালপুরের বকশীগঞ্জে ১৮০৯ কেজি ভারতীয় জিরা সহ ২ জন কে আটক করেছে এপিবিএন পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে পৌর এলাকার নয়াপাড়া মোড় থেকে একটি কাভার্ডভ্যান আটক ও এসব জিা জব্দ করা হয়।
বকশীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ময়মনসিংহের মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ বকশীগঞ্জ পৌর এলাকার নয়াপাড়া মোড়ে অবস'ান নিয়ে রৌমারী থেকে একটি
কাভার্ডভ্যানে করে ভারতীয় জিরা আসার পথে কাভার্ডভ্যানটি তল্লাশি করে।
এসময় গাড়িতে থাকা ১৮০৯ কেজি জিরা জব্দ ও আবু তাহের (২৮) ও গাড়ি চালক হোসেন (২৪) আলীকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের দিকপাড়া গ্রামে।
ভারতীয় জিরা অবৈধভাবে বহন করায় শুক্রবার রাতেই মুক্তাগাছা এপিবিএন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বাদী হয়ে বকশীগঞ্জ থানায় শুল্ক আইনে একটি মামলা দায়ের করে।
এব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন জানান, শনিবার সকালে আটককৃত তাহের ও হোসেন আলীকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
