তাভেলা হত্যা মামলার আসামি মতিনের জামিন স্থগিত

Unknown
সেবা ডেস্ক:  ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলার আসামি আব্দুল মতিনের জামিন ছয় সপ্তাহ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসেন হায়দার হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে দেন। একইসঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। আব্দুল মতিন এই মামলার প্রধান আসামি ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ভাই। গত ২৫ অক্টোবর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মতিনকে জামিন দিয়েছিল। ইতমধ্যে এই মামলায় কাইয়ুম ও মতিনসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। 
 
গত বছরের ২৮ সেপ্টেম্বর গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তাভেলা সিজার। ঘটনার পরদিন রাতে নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিসিও কো-অপারেশনের বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হেলেন সাফ ভ্যান ডাক বিক বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন। পরদিন ৩০ সেপ্টেম্বর মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top