সেবা ডেস্ক: টেকসই নারী উন্নয়নে আইসিটি’ স্লোগান নিয়ে তথ্যপ্রযুক্তিতে নারীদের প্রশিক্ষণ দিতে রাজশাহীতে স্মার্টবাস উদ্বোধন করা হয়েছে।
বাসটি উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শনিবার রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘রাজশাহীতে টেকসই নারী উন্নয়নে আইসিটি প্রকল্পের ট্রেইনিং বাসের যাত্রা শুরু। শনিবার বিকালে স্মার্টবাসের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভাই। এর আগে ১৯ অক্টোবর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ডিজিটাল ওয়ার্ল্ডে পাঁচটি স্মাটবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরিকৃত বিশেষ এই বাসে রয়েছে সাউন্ড প্রুফ ব্যবস্থা। একটি প্রশিক্ষণ ক্লাসরুমে যেসব উপকরণ থাকে, এখানেও রয়েছে সব ব্যবস্থা ও প্রশিক্ষণ সামগ্রী। তথ্যপ্রযুক্তি বিভাগের আওতায় যৌথভাবে এই বাস তৈরি করেছে দক্ষিণ কোরীয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ ও মোবাইলফোন অপারেটর রবি।
