সোলাইমান বাবু , সরিষাবাড়ি: জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা পর্যায়ে স্কুল জাতীয়করনের তালিকা তৈরীতে বৈষম্যর অভিযোগ উঠেছে।
বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিঃ আব্দুস সঅলাম তালুকদারের পিতার নামে প্রতিষ্ঠিত রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের নাম কৌশলগত কারনে বাদ দেয়া হয়েছে।
মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণ তালিকায় অন-র্ভূক্তির দাবীতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী শনিবার স্কুল ক্যাম্পাসে সমাবেশ করে।
এ ছাড়াও প্রধান শিক্ষকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মোলনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ আজিজুল কবীর তালুকদার হুমায়ুন সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান শিক্ষক অরচণ কুমার সাহা।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উল্লেখ সরিষাবাড়ী পৌরসভার প্রাণকেন্দ্রে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়টি ৪.৩৫ একর জমিতে ১৯৪৯ সালে প্রতিষ্ঠা করেন এলাকার শিক্ষানুরাগীরা।
প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টির প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষক-কর্মচারী এবং মানবিক/বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা ও কারিগরি শাখায় ১২৮৮ জন শিক্ষার্থী রয়েছে।
সরকার ঘোষিত জাতীয়করণ তালিকায় অনর্-ভূক্তিতে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠান জোরালো দাবী রাখে।
এর পরেও সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ বিদ্যালয়টির নাম বাদ দিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করেছেন।
এ ছাড়াও শিক্ষা মন্ত্রণালয় ২০০৮ সালের ৩০ জানুয়ারিতে বিদ্যালয়টি ‘মডেল বিদ্যালয়’ হিসেবে যার (স্মারক নং শিম/শাঃ ১০/বেমাজা-৫-১/৯৬/৯৮) ও দরপত্র আহ্বান করলেও পরবর্তীতে অদৃশ্য কারনে বাতিল করে অন্যত্র তা স'াপন করা হয়।
যা জাতীয়করণে বিদ্যালয়টির প্রতি অবিচার করা হয়েছে বলে এাকাবাসী মনে করেন।
আরো জানা গেছে ১৯৮৩ সালে বিদ্যালয় থেকে এসএসসিতে উপজেলার প্রথম বোর্ড স্ট্যান্ডের গৌরব অর্জন, ১৯৮৫ সালে শিশু একাডেমি কর্তৃক বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে একজন প্রথম স'ান ও স্বর্ণপদক লাভ,
২০১৫ সালে প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড লাভ, জেএসসিতে উপজেলার সেরা পাঁচ সহ ১২ জন ট্যালেন্টপুলে বৃত্তি ও বিগত বছরে অনুষ্ঠিত এসএসসি ও জেএসসিতে পাশের হার, জিপিএ-৫ অর্জন সনে-াষজনক।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়টি জাতীয়করণ তালিকায় অন-র্ভূক্তি করতে কর্তৃপক্ষের কাছে পুনঃর্বিবেচনার দাবি করা হয়।
অন্যথায় বৈষম্যের প্রতিবাদে প্রয়োজনীয় কর্মসূচী নেয়া হবে বলে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থী অভিবাবক ও এলাকাবাসী জানান।
এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সরোয়ার আসলাম,কারিগরি শিক্ষক জুয়েল রানা শিক্ষক প্রতিনিধি বদরচল আলম, কম্পিউটার শিক্ষক আনিসুর রহমান, মমিনুল ইসলাম লিটন, অভিভাবক মোশারফ হোসেন প্রমুখ উপসি'ত ছিলেন।