সেবা ডেস্ক: সিরিয়ার আলেপ্পো নগরীতে দুই দিন ধরে বিদ্রোহীদের রকেট হামলায় শিশুসহ কমপক্ষে ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে এই খবর।
মানবাধিকার সংস্থাটি জানায় নিহতদের মধ্যে ১৪ জন শিশু। শুক্রবার সকাল থেকে চালানো ওই হামলায় কমপক্ষে ২৫০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। মানবাধিকার সংস্থাটি প্রধান আবদেল রহমান বলেন, আলেপ্পোর পশ্চিমাঞ্চল থেকে শত শত রকেট ও মর্টার শেল নিক্ষেপ করে বিদ্রোহী যোদ্ধারা।
তিনি বলেন, বিদ্রোহীরা হামদানিয়েহ’র দিকে দাহিয়েত আল-আসাদ জেলার পূর্ব দিক থেকে আক্রমণের চেষ্টা করছিলো যার বেশিরভাগ অংশই আক্রমণের প্রথম দিন দখলে নিয়েছিলো তারা। টাইমস অব ইন্ডিয়া।
