এটিএন বাংলার নানা আয়োজন হুমায়ুন আহমেদ’র জন্মদিনে

Unknown
সেবা ডেস্ক:  কথাসাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ’র  জন্মদিন উপলক্ষ্যে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। সকাল থেকে শুরু হবে এসব আয়োজন। সকাল ৮টা ২০মিনিটে থাকছে সঙ্গীতানুষ্ঠান ‘চাঁদনী পসর’। 
 
সাহিত্য ছাড়াও তিনি সফল নির্মাতা হিসেবে দেখিয়েছেন নৈপুণ্যতা। নির্মাণ করেছেন চলচ্চিত্র, নাটক। আর সেই চলচ্চিত্র আর নাটকে যোগ করেছেন বহু হৃদয়স্পর্শী গান। সেই জনপ্রিয় গানগুলি সংশ্লিষ্ট শিল্পীর মাধ্যমে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। সাথে থাকবে শিল্পীর সাথে গানের প্রেক্ষাপট নিয়ে আলাপচারিতা। 
 
অনুষ্ঠানে সুবীর নন্দী, সেলিম চৌধুরী ও বারি সিদ্দিকী মতো গুণী শিল্পীরা অংশ নিবেন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান। 
 
সঙ্গীতানুষ্ঠান ছাড়াও থাকছে হুমায়ূন আহমেদ’র রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘চরণ রেখা’। বিকাল ৫টা ২০মিনিটে প্রচার হবে নাটকটি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top