বৈশাখী টেলিভিশনে ‘শুধু সিনেমার গানে’ হুমায়ুন আহমেদ

Unknown
সেবা ডেস্ক:  কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষ্যে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ পর্ব শুধু সিনেমার গান । বাংলা সিনেমার গানে এক ভিন্ন মাত্রা যোগ করেছেন সাহিত্যের এই প্রবাদ পুরুষ। 
 
তার সিনেমার গান গুলো তুমুল জনপ্রিয়তা পেয়েছে সবসময়। হুমায়ুনের প্রতিটি সিনেমাতে দর্শক পেয়েছে ভিন্ন স্বাদ-আবহের অসংখ্য গান । প্রডিউসার শারমিন দিপ্তী বলেন, হুমায়ুন আহমেদের বিশেষ শ্রোতা প্রিয় গানগুলো প্রচার করা হবে এবারের পর্বে ।
গান মানুষের মন ছুঁয়ে যায় আর সেটি যদি হয় সিনেমার গান তাহলে তো কথাই নেই। ইতিহাস সমৃদ্ধ পুরনো ও নতুন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলো বাছাই করে এ অনুষ্ঠানে উপস্থাপন করা হয়ে থাকে।

অনুষ্ঠানটি প্রযোজনা করেন শারমিন দীপ্তি। ফেয়ার এন্ড লাভলী নিবেদিত শুধূ সিনেমার গান অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল রবিবার বিকাল সাড়ে ৩টায় বৈশাখী টিভির পর্দায়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top