সেবা ডেস্ক: ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর উদ্যেগে ১০-১১-২০১৬ রোজ বৃহস্পতিবার, সকাল: ১০:১৫ মিনিটে রায়পুর রায়পুর ডিএসএমএফ অফিসে ডেসটিনি-২০০০ লি: চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও এমডি ড.মো: রফিকুল আমিন এর নির্শত মুক্তি, জব্দকৃত সম্পত্তি ফেরত, ব্যবসা করার সুযোগ এবং ব্যাংক হিসাব খুলে দেয়া ও সকল সমস্যা সমাধানের দাবিতে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
ডেসটিনির এমডি এবং চেয়ারম্যানকে দ্রুত মুক্তি দেয়ার জন্য উক্ত মাহফিলে উপস্থিত সবাই মহান রাব্বুল আলামিনের নিকট দু হাত তুলে দোয়া করেন ।
দোয়া মাহফিলের পর এক সংক্ষিপ্ত অালোচনায় রায়পুর ডিএসএমএফ সভাপতি নুর হোসেন মিলন বলেন ডেসটিনিতে আমাদের টাকা নিরাপদ, আমরা টাকা ফেরত চাইনা কাজ করতে চাই, ডেসটিনির এমডি এবং চেয়ারম্যানের নি:শর্ত মুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
