
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সারাদেশের বিভিন্ন স্থানে হিন্দু সমপ্রদায়ের উপর হামলা, মন্দিরসহ প্রতিমা ভাংচুর, বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটতরাজ এবং হিন্দু সমপ্রদায়ের নির্যাতনের প্রতিবাদে ১১ নভেম্বর শুক্রবার সকালে শহরের থানা মোড়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। জাতীয় হিন্দু মহাজোট শেরপুর জেলা শাখা কেন্দ্রীয় অংশ হিসাবে এই কর্মসূচীর আয়োজন করে।
এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহবায়ক সুবির কুমার দে, সদস্য সচিব গঙ্গেশর চন্দ্র মিত্র, অভিজিৎ সাহা, সৌমিত্র কুমার বিপ্লব, অনন্ত কুমারদে, উজ্জল মহোন্ত। এছাড়াও জেলার অন্যান্য উপজেলার নের্তৃবন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সংখ্যালঘু কমিশন গঠন, রসরাজের মুক্তিসহ প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ক্ষতিগ্রস্থ ওইসব হিন্দু পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ প্রদানসহ ক্ষতিগ্রস্থ মন্দিরগুলো পুনঃ নির্মাণের দাবিও জানান তারা।