বিশাল জয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প

Unknown
সেবা ডেস্ক:  সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, বিশ্ব মিডিয়ার জরিপের মুখে ছাই দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের পাশাপাশি সিনেট ও কংগ্রেসের নিয়ন্ত্রণও নিয়েছে রিপাবলিকানরা।

যুক্তরাষ্ট্রে ইতিহাসে সবচেয়ে কাদা ছোড়াছুড়ির প্রচারণা শেষে ৮ নভেম্বর ভোটগ্রহণ হয় দেশটির ৫০ রাজ্যে। ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ছিল ২৭০টি ইলেক্টোরাল ভোটের। 

সেই লক্ষ্যে বেশ সাচ্ছন্দেই পৌঁছে গেছেন ‘রাজনীতির বাইরের’ মানুষ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭৬ টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে হিলারি পেয়েছেন ২১৮ ইলেক্টোরাল ভোট।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top