সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে পৌর এলাকার মাঝপাড়া গ্রাম থেকে স্বামীর ঘর থেকে জাহানারা বেগম (৪৬) নামে ওই মহিলার লাশ উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ছোট ছেলে ও বড় ছেলের বউকে আটক করা হয়েছে।
পুলিশ ও স'ানীয় সূত্র জানায়, পৌর এলাকার মাঝ পাড়া গ্রামের জহুরম্নল হকের স্ত্রী জাহানারা বেগমের লাশ তার স্বামীর ঘরে রশি দিয়ে ঝুলনত্ম অবস'ায় ছিল।
সকালে জাহানারা বেগমের ছেলে আবদুল আজিজ (২৫) রশি দিয়ে তার মায়ের ঝুলনত্ম লাশ দেখে রশিটি কেটে দেন। পরে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুুলিশ জাহানারা বেগমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে সন্দেহের সৃষ্টি হলে জাহানারার ছোট ছেলে আবদুল আজিজ ও বড় ছেলের বউ সাহিদা আক্তার (২২) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
জাহানারার স্বামী জহুরম্নল হক এসময় তার বাড়িতে ছিলেন না।
বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন জানান, মরহেদটি উদ্ধার করে ময়না তদনেত্মর জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে পৌর এলাকার মাঝপাড়া গ্রাম থেকে স্বামীর ঘর থেকে জাহানারা বেগম (৪৬) নামে ওই মহিলার লাশ উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ছোট ছেলে ও বড় ছেলের বউকে আটক করা হয়েছে।
পুলিশ ও স'ানীয় সূত্র জানায়, পৌর এলাকার মাঝ পাড়া গ্রামের জহুরম্নল হকের স্ত্রী জাহানারা বেগমের লাশ তার স্বামীর ঘরে রশি দিয়ে ঝুলনত্ম অবস'ায় ছিল।
সকালে জাহানারা বেগমের ছেলে আবদুল আজিজ (২৫) রশি দিয়ে তার মায়ের ঝুলনত্ম লাশ দেখে রশিটি কেটে দেন। পরে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুুলিশ জাহানারা বেগমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে সন্দেহের সৃষ্টি হলে জাহানারার ছোট ছেলে আবদুল আজিজ ও বড় ছেলের বউ সাহিদা আক্তার (২২) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
জাহানারার স্বামী জহুরম্নল হক এসময় তার বাড়িতে ছিলেন না।
বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন জানান, মরহেদটি উদ্ধার করে ময়না তদনেত্মর জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।